Madan Mitra: `রাজ্যপাল হরিদাস পালের চেয়েও অধম, ১১ তারিখ টিকিট কাটুন`
প্রদ্যুৎ দাস: 'এই রাজ্যপাল হরিদাস পালের চেয়েও অধম।' নির্বাচনী সভামঞ্চ থেকে রাজ্যপালকে ফের বেনজির আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
একইসঙ্গে তিনি আরও বলেন, '১১ তারিখে টিকিট কাটুন রাজ্যপাল। তারপর আর অ্যালাউ করা যাবে না। উনি ঠিক করে নিক এবার মনিপুর না উত্তরপ্রদেশ কোথায় যাবেন। উনি পিস রুম বানিয়েছেন পশ্চিমবঙ্গকে পিস পিস করে কাটার জন্য।'
প্রসঙ্গত, রাজ্যপাল ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণের মধ্যে দিয়ে এদিন ময়নাগুড়িতে প্রচার শুরু করলেন মদন মিত্র। এদিন লাল পাঞ্জাবি, কালো কুর্তা পরে প্রচারে নামেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
এদিন দুপুরে জল্পেশ গেস্ট হাউসে আহার সেরে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শৈব তীর্থক্ষেত্র ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে পুজো দিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেন মদন মিত্র।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পাশাপাশি, শুভেন্দুকেও একহাত নেন মদন। বলেন, শুভেন্দু হল চোরের রাজা। ও যেখানে যায়, সেখানেই চুরি হয়। আর রাজ্যপালের বাড়িতে তো আর্মস নিয়ে যায় বিজেপি নেতারা।
পাশাপাশি ৮ শতাধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসা প্রসঙ্গেও মুখ খোলেন মদন। বলেন, 'মোকাম্বো খুশ হুয়া। ভালোই হয়েছে। আমাদের ছেলেরা উজ্জীবিত হয়েছে।'
'দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ভাই।' প্রচার সভায় মদনের গলায় এই গানও শোনা গেল এদিন। সকাল থেকেই এদিন বেশ খোশ মেজাজে ছিলেন মদন মিত্র।