লাল টুকটুকে পাঞ্জাবি-ধুতি-মাস্ক-চোখে সানগ্লাস, হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন
নিজস্ব প্রতিবেদন: জামিন পাওয়ার আনন্দ সঙ্গে হাসপাতাল থেকে ছুটি পাওয়া, সব মিলিয়ে ফুরফুরে মেজাজে দেখা গেল মদন মিত্রকে।
লাল টুকটুকে পাঞ্জাবি, ধুতি, মাস্ক, চোখে সানগ্লাস, হাতে ফোন, হুড খোলা জিপ চালিয়ে হাসপাতাল থেকে বাইবাই বলে বেরিয়ে গেলেন তিনি।
তার আগে গান গাইতে ভুললেন না। ছুটি পেয়েই সুস্থতা উদযাপন করলেন গানে গানে। গাইলেন "আজই বসন্ত জাগ্রত দ্বারে'' থেকে "এত কাছে রয়েছ তুমি''।
জোর গলায় বললেন, ''মদন মুক্ত''।
এখানেই শেষ নয়, তাঁর দীর্ঘজীবী কামনায় সকালে পুরোহিত এসে পৌঁছন হাসপাতালে। হাসপাতালের দোরগড়ায় পুজো করে বের হলেন তিনি।
হুডখোলা গাড়ি, ফুল নিয়ে নেতাকে ঘরে নিয়ে যেতে এসেছিলেন তাঁর অনুগামীরা। প্রসঙ্গত, নারদ মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র৷ এরপর থেকে এসএসকেএমেই তাঁর চিকিৎসা চলছে৷ দীর্ঘ টানাপোড়েনের পর শুক্রবার নারদ মামলায় চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়৷ ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পান ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)।