Madan Mitra: মদন মিত্রের আরোগ্য কামনায় যজ্ঞ জগন্নাথ মন্দিরে!

Soumitra Sen Thu, 10 Mar 2022-2:34 pm,

অসুস্থ মদন মিত্রের অপারেশন চলছে এসএসকেএমে। এদিকে তাঁর সুস্থতা কামনায় একই সময়ে চলল যজ্ঞও। তাঁর আরোগ্য কামনায় বৃহস্পতিবার যজ্ঞটি করা হয় কামারহাটির রথতলায়। রথতলার একটি জগন্নাথ মন্দিরে এই যজ্ঞের আয়োজন করা হয়। সূত্রের খবর, মন্দির কমিটি এই যজ্ঞের আয়োজন করেছে।

কী হয়েছিল মদনের? তাঁর ভোকাল কর্ডের কাছে পলিপ পাওয়া গিয়েছিল। ল্যারিঙ্গোস্কোপির মাধ্যমে অস্ত্রোপচার হল সেটি। সাড়ে বারোটা নাগাদ তাঁর অস্ত্রোপচার শেষ হয়েছে। কিন্তু খবর হল-- ওদিকে যখন শাসকদলের হেভিওয়েট এই নেতার অপারেশন চলছিল, এদিকে তখন তাঁর আরোগ্য কামনায় আয়োজিত হয়েছিল এক যজ্ঞের। 

অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা দেখেন একটি নয়, দু'টি পলিপ রয়েছে। ফলে দু'টি পলিপই বাদ দিয়েছেন তাঁরা। ইএনটি বিভাগের প্রধান চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত এই অস্ত্রোপচার করেন। তিনি জানিয়েছেন, আপাতত দেখে পলিপগুলি নিরীহ বলেই মনে হয়েছে অর্থাৎ, ক্যানসারের আশঙ্কা কম; তবুও বায়োপসির জন্য নমুনা পাঠানো হচ্ছে। আপাতত মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল।

গলায় টিউমার নিয়ে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। তাঁর জন্য তৈরি হয়েছিল ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড।

বুধবার মদন মিত্রের নানাবিধ রক্তপরীক্ষা, ইকোকার্ডিওগ্রাম ও ইসিজি হয়েছে। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা করে মদন মিত্রর গলায় টিউমারের অবস্থা, পেশি ইনভলভমেন্ট ইত্যাদিও দেখা হয়েছে।

 

নভেম্বর মাসের শেষের দিকে ভোকাল কর্ডে  টিউমার ধরা পড়ে মদন মিত্রের। তবে তখন পুরভোট থাকায় অস্ত্রোপচার করতে চাননি তিনি।

মঙ্গলবার নিজের অসুস্থতা প্রসঙ্গে বলতে গিয়ে স্বভাবরসিক নেতা বলেন, 'কথা বললে কাকের মতো শব্দ বের হচ্ছে। ভোকাল কর্ডে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। চেপে রেখেছিলাম।' 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link