`জিন্দেগি এক সফর হ্যায় সুহানা`! ফের কাছাকাছি মদন-অর্জুন
ফের একসঙ্গে দেখা গেল মদন মিত্র এবং অর্জুন সিং কে। ফেসবুকে ছবি পোস্ট করলেন মদন মিত্র নিজে।
ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে মদন মিত্র লিখলেন একটি গানের লাইন। জনপ্রিয় একটি গানের লাইন নিয়ে তিনি লেখেন "জিন্দেগি এক সফর হ্যায় সুহানা"।
২০১৯ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শিল্পাঞ্চলের এই নেতা। বিজেপির বঙ্গ ইউনিটের সহ সভাপতি করা হয় তাঁকে।
২০২২ সালের মে মাসে তৃণমূলে ফিরে আসেন অর্জুন সিং। তৃণমূলে যোগদানের বিষয় অর্জুন সিং বলেছিলেন, বহু মানুষ বাংলার উন্নয়ন বন্ধ করার চেষ্টা করছিল এবং সেই কারনে তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই কারনেই তিনি আবার নিজের বাড়িতে ফিরে এসেছেন বলে জানান।
অর্জুন বলেন দল চাইলে তিনি এক ঘণ্টার মধ্যে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। তিনি আরও বলেন যারা তৃণমূলের টিকিটে জিতে এখন বিজেপিতে রয়েছে তাদেরও ইস্তফা দেওয়া উচিৎ।
অর্জুন সিং কংগ্রেসের হাত ধরে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ভাটপাড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হিসাবে জয়লাভ করেছিলেন তিনি। ২০০১ সালে সিপিআই(এম) প্রার্থী রামপ্রসাদ কুন্ডুকে পরাজিত করে রাজ্য বিধানসভায় তার প্রবেশ তৃণমূল কংগ্রেসের হাত ধরে।