Madan Mitra | Lok Sabha Election 2024 Result: `বাংলা জুড়ে জোড়া ফুল` বর চেয়ে ঈশ্বরকে `ও লাভলি` বললেন মদন

Soumita Mukherjee Mon, 03 Jun 2024-7:28 pm,

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: নির্বাচনের ফল বেরোনোর আগের দুপুরে দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজারে তৃণমূলের মঙ্গল কামনায় যজ্ঞ করলেন মদন মিত্র। টানা আধ ঘন্টা যজ্ঞের পর সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র। 

 

মদন মিত্র বলেন, 'টানা সাত দফা ভোটের পর ঈশ্বরকে বললাম ও লাভলি। তুমি যে সুন্দর ভোট করিয়েছো এবার তার ফলও সেইরকম সুন্দর হতে হবে। মোদী ফল বেরোনোর দিনে অশান্তির জন্য যজ্ঞ করছেন আর আমরা যজ্ঞ করছি তৃণমূল কংগ্রেসের ভালো ফলের জন্য। শান্তির জন্য'। 

 

তিনি আরও বলেন, 'নির্বাচনের ফলাফলের দিন  কাউন্টিং স্টেশন ছাড়াও তার বাইরে হাজার হাজার ছেলে কাল আমাদের থাকবে। ওরা আমাদের এনকাউন্টার করতে চায়। আর ওদের এই এনকাউন্টারকে কাউন্টার করার জন্য আমাদের ছেলেরাও তৈরি আছে। শান্তি যজ্ঞ করে গেলাম'। 

 

তিনি আরও বলেন, 'কাল আমরা থাকব। এটা পশ্চিমবঙ্গ, এখানকার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ৪২ টা আসন বলে আমার ৪২ জন আজ যজ্ঞ করেছেন'।

 

এদিন কড়াবার্তা দিলেন মদন মিত্র। তিনি বলেন, 'সাবধান করে দিচ্ছি, বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে। ইলেকশনের গণনার সময় যদি আলো নিভিয়ে ইভিএমে কোন কারচুপি করেন, ভাল হবে না। স্বয়ং রাম দুর্গাপূজো করে অকালবোধন করেছিলেন। সেরকমই দেবতার থেকে আশীর্বাদ এবং বল নিলাম। রাম আমারও নেতা, খালি রামের নামে যারা বদনাম করছে তারা আমার নেতা নয়'। 

 

'এই যজ্ঞের সংকল্প ইন্ডিয়া জোট আসুক। মমতা বন্দোপাধ্যায় এমন একটা সংখ্যা নিয়ে দিল্লি যান যেন পশ্চিমবঙ্গের মানুষ মাথা তুলে চলতে পারে। এক্সিট পোল ফেক নিউজ। ওগুলো করানো হয়েছে।  এতে তৃণমূল কর্মীরা ভয় পায়নি ।আরো বেশি দম পেয়ে গেছে। দেখিয়ে দেবে কাল কাউন্টিং হলে। ওরা চাঙ্গা হয়ে গিয়েছে', বললেন মদন মিত্র। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link