কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রল-ডিজেলের দাম, হাতে টানা রিক্সা নিয়ে পথে Madan Mitra
নিজস্ব প্রতিবেদন: 'পরিবহণমন্ত্রী থেকে রাস্তার রিক্সাওয়ালা'! কলকাতায় পেট্রল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে হাতে টানা রিক্সা নিয়ে রাস্তায় নামলেন মদন মিত্র। বললেন,' যেভাবে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে, তাতে রিক্সাকে প্রোমোট করা দরকার'।
জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধি। নিত্যদিন রেকর্ড গড়ছে পেট্রল-ডিজেলের দাম। মুম্বই, বেঙ্গালুরুর পর এবার কলকাতায়ও পেট্রলের দাম সেঞ্চুরি দোরগোড়ায়।
তিনি নিজে একসময়ে রাজ্যের পরিবহণমন্ত্রী ছিলেন। শহরে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মদন মিত্রের।
ভবানীপুরের রাস্তায় হাতে টানা রিক্সা চালালেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। রিক্সার চালক হয়ে গেলেন যাত্রী।
মদন মিত্রের কথায়, 'পরিবহণ মন্ত্রী ছিলাম। তখন বুঝতাম না, রিক্সাওয়ালার কষ্টটা কী! স্বপ্ন ছিল, বড় হয়ে একদিন রিক্সাওয়ালাকে টানব'। বললেন, 'যেভাবে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে, তাতে রিক্সাকে প্রোমোট করা দরকার'।