আত্মনির্ভর ভারত! মেড ইন ইন্ডিয়া Jawa এবার বিক্রি হবে ইউরোপে
মেড ইন ইন্ডিয়া Jawa standard মোটরসাইকেল এবার লঞ্চ করল ইউরোপিয়ান মার্কেটে।
লুকস Jawa standard- এর মতো হলেও ইউরোপিয়ান মার্কেটে এই মডেল-এর নাম দেওয়া হয়েছে 300 CL.
জানা যাচ্ছে, ইঞ্জিন-এর ক্ষেত্রে Jawa standard ও 300 CL এর মধ্যে কিছু ফারাক রয়েছে। তবে সেই ফারাক খুবই সামান্য।
ইউরো ফোর কমপ্লায়েন্ট-এ ২৯৪.৭ সিসি লিকুইড কুলড ইঞ্জিন থাকবে 300 CL-এ।
সাত হাজার আরপিএম-এ ২২.৫ বিএইচপি থাকবে 300 CL-এ। ৫৭৫০ আরপিএম-এ ২৫ এনএম টর্ক থাকবে। এক্ষেত্রে ভারতীয় Jawa standard বেশি পাওয়ারফুল। Jawa standard-এ ২৭ বিইচপি ও ২৮ এনএম টর্ক রয়েছে।