Made in India! মা-কাকিমাদের Gift দেওয়ার জন্য এই ফোন হতে পারে দারুণ পছন্দ

Sat, 19 Dec 2020-5:52 pm,

স্মার্টফোন-এর জমানা। তবে এখনও বাড়ির বয়স্ক সদস্যদের অনেকেই মাল্টিমিডিয়া এক্সেস করতে পারেন না। তাঁদের কাছে কল রিসিভ আর কলিং-এ প্রাধান্য পায়। বাড়ির সেই সমস্ত বয়স্ক সদস্যদের জন্য কিন্তু এই ফোন দারুণ পছন্দ হতে পারে।

Detel D1 Guru. মেড ইন ইন্ডিয়া ফোন। বলতে পারেন, সস্তায় পুষ্টিকর। আপনি নিজেও স্মার্টফোন-এর পাশাপাশি এই ফোন সেকেন্ডারি হিসাবে ব্যবহার করতে পারেন। এটি একেবারে ভারতীয় চেক ব্র্যান্ড।

এই ফোনের দাম সাতশো টাকারও কম। এই ফোনে টুকটাক মাল্টিমিডিয়া ফিচার্স রয়েছে।

বিল্ড কোয়ালিটি মোটের উপর ভাল। বডি মেটেরিয়াল প্লাস্টিকের হলেও তা শক্তপোক্ত। ব্লু আর সিলভার কালার দেখতেও বেশ আকর্ষণীয়। ছোটখাটো ফোন। ফলে ক্যারি করতেও বয়স্ক ব্যক্তিদের সুবিধা হবে।

1.8 ইঞ্চি LCD. রেয়র প্যানেলে স্পিকার ও ক্যামেরা রয়েছে। ফোনের উপরে রয়েছে ডুয়েল টর্চ। রিমুভেবল ব্যাটারি থাকছে। ডুয়েল সিম ও ডেডিকেটেড মেমোরি কার্ড থাকছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link