পুরুষদের বিনামূল্যে সেক্সের প্রতিশ্রুতি দেবেন রাহুল? বিতর্কিত মন্তব্য সমাজকর্মীর
ক্ষমতায় আসলে দেশের গরিবদের জন্য মাসের শেষে নিশ্চিত আয়ের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী। তিনি আশ্বাস দিয়েছেন, ভারতে আর কেউ গরিব থাকবে না।
রাহুলের ওই আশ্বাসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন অনেকে। কিন্তু রাহুলকে বিঁধতে গিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন সমাজকর্মী মধু কিশ্বর।
জনৈক নেটিজেন টুইট করেছিলেন, খাদ্য সুরক্ষা ও একশো দিনের প্রকল্প এনেছিল কংগ্রেস। এই দুটি প্রকল্প যদি কাজ না করে থাকলে তাহলে কোথাও একটা গুরুতর ভুল হয়েছিল। ওই টুইটটি রিটুইট করেন মধু কিশ্বর।
মধু লিখেছেন,''এবার বছরের নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য পুরুষদের বিনামূল্যে সেক্সের প্রতিশ্রুতি দেবেন রাহুল গান্ধী। সেই দিনের অপেক্ষা করছি'''।
কংগ্রেস সভাপতিকে আক্রমণ করতে গিয়ে এমন ভাষার ব্যবহার নিয়ে মধুর সমালোচনায় সরব হয়েছেন অনেকে। কেউ লিখেছেন, আপনি কি সেক্সের বদলে কিছু নেন নাকি? কেউ মজা করে লিখেছেন, ফ্রি সেক্সের প্রতিশ্রুতি দিলে চিরকাল প্রধানমন্ত্রী থেকে যাবেন রাহুল গান্ধী। এই ধরনের প্রস্তাব ওনাকে দেবেন না। নইলে নরেন্দ্র মোদী রেগে যাবেন। কেউ আবার লিখেছেন, বুদ্ধিশুদ্ধি সব গিয়েছে আপনার। মুখের বাঁধন নেই।