Madhumita Sarcar: হাসপাতাল থেকে সোজা গোয়া! তুমুল ট্রোলড মধুমিতা, জবাব দিলেন নায়িকা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরনে বিকিনি টপ আর মাল্টিকালার স্কার্ট, গোয়ায় জলকেলিতে মেতে মধুমিতা সরকার।
চারদিন আগেই হাসপাতালের বেড থেকে ছবি পোস্ট করার পরেই গোয়ায়! তাজ্জব নেটপাড়া। সোমবারই মধুমিতা জানান যে, তাঁর অ্যাপেনডিক্স অপারেশন হয়েছে। এরপর নায়িকার ছবি দেখে অবাক অনেকেই।
ধেয়ে আসে কটাক্ষের ঝড়। অসুস্থতা নিয়ে কেউ মজা করেছেন। কেউ আবার বডি শেমিং করেছেন। কেউ লিখেছেন ‘পাখি উড়ছে’, কেউ আবার অবাক হয়ে লিখেছেন, ‘হাসপাতাল থেকে সোজা গোয়া!’
আসলে কিছুদিন আগেই মধুমিতা গোয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই শ্যুটিংয়ের কাজ শুরু আর তার মাঝেই অসুস্থতা। সেই কারণেই অনেক ছবি পোস্ট করতে পারেননি তিনি।
অভিনেত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন যে, গোয়ায় তাঁকে জলকেলি করতে দেখা গেলেও বর্তমানে তাঁর অবস্থা একেবারেই উল্টো।