করোনা পজিটিভ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
করোনা আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার দুপুরে নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরত্তোম মিশ্র।
আপাতত ভোপালের চিরায়ু হাসপাতালে তাঁর করোনা চিকিত্সা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিজের পজিটিভ রেজাল্টের কথা টুইট করে জানিয়েছেন শিবরাজ।
টুইটে লেখেন, "প্রিয় দেশবাসী, আমার কোভিড-নাইন্টিনের লক্ষণ ছিল এবং নমুনার পরীক্ষার পর আমার রিপোর্ট পজিটিভ আসে। আমি সমস্ত গাইডলাইন মেনে চলছি এবং চিকিত্সকের পরামর্শ অনুযায়ী নিজেকে কোয়ারেন্টাইন করব।"
একই সঙ্গে তিনি রাজ্যবাসীকে আর সতর্ক হতে আর্জি করেন। তিনি বলেন, "সামান্য অসাবধানতায় করোনা হতে পারে। আমি ভাইরাস এড়াতে যতটা সম্ভব চেষ্টা করেছি, কিন্তু এত বিষয় নিয়ে এত মানুষ দেখা করতে আসতেন।"
অতি সম্প্রতি শিবরাজ সিং চৌহানের সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।