Madhyamik 2023 Results: এবার মাধ্যমিকের ফলপ্রকাশ কবে, জানিয়ে দিলেন ব্রাত্য বসু
গত ৪ মার্চ শেষ হয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার ফল প্রকাশ কবে? জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
পর্ষদ সূত্রে খবর, ফলপ্রকাশের প্রস্তুতি প্রায় শেষ। ফলে আগামী সপ্তাহেই ফল প্রকাশ হতে পারে বলে পর্ষদ সূত্রে খবর।
এবার পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেম মে মাসেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল।
এদিকে, এবার মাধ্য়মিকের ফল প্রকাশ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করে দেওয়া হবে। খুব শীঘ্রই মাধ্যামিকের ফল প্রকাশের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে বলে পর্ষদ সূত্রে খবর।
গতবার ৭৯ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করেছিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এবার মাধ্যমিকের অনলাইনে নম্বর যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত হয়ে গিয়েছে। ফলে মাধ্যমিকের ফল দ্রুত প্রকাশ হতে পারে।