Madhyamik Exam 2023: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
রাত পোহালেই শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন পর্ষদের আধিকারিকরা।
জেলায় এবার মোট মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় ২৪ হাজার ৬০০। এবার পর্ষদের নতুন নিয়ম জারি করা হয়েছে যে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। সেই কাজ প্রায় একশো শতাংশ শেষ হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন।
নতুন করে ক্লক রুম রাখা হয়েছে, এ বছরে। যেখানে ছাত্রছাত্রীরা প্রথমে প্রবেশ করে ব্যাগ এবং বাকি সরঞ্জাম রেখে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে পারবে। অন্যদিকে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে শুধুমাত্র অফিসার র্যাঙ্কের পুলিশ কর্মীরাই ভেতরে প্রবেশ করতে পারবেন এবং সিভিক ভলেন্টিয়ারদের গেটের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও আগে যা নিয়ম ছিল সেগুলি থাকছেই। গত কয়েক বছরের মতো এবারও সেই একই শান্তিপূর্ণভাবে পরীক্ষা হবে এমনটাই আশাবাদী মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা কনভেনার সুগত মুখোপাধ্যায় সহ প্রধান শিক্ষকরা।
এছাড়াও আগে যা নিয়ম ছিল সেগুলি থাকছেই। গত কয়েক বছরের মতো এবারও সেই একই শান্তিপূর্ণভাবে পরীক্ষা হবে এমনটাই আশাবাদী মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা কনভেনার সুগত মুখোপাধ্যায় সহ প্রধান শিক্ষকরা।
জীবনের প্রথম বড় পরীক্ষা। বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যাতে পরীক্ষার্থীদের সমস্যা না হয় তার জন্য সরকারি গণ পরিবহনে জোর দেওয়া হয়েছে। একাধিক রুটে পরীক্ষার্থী স্পেশাল অটো পরিষেবার নির্দেশ দেওয়া হয়েছে ইউনিয়নগুলিকে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষা শুরু ও শেষের সময়ে পাঁচ থেকে ছয় মিনিট অন্তর মেট্রো পরিষেবা দেওয়া হবে।
অন্যদিকে, শহর ও শহরতলির সবকটি শাখায় কিছু পরীক্ষা স্পেশাল ট্রেন দিয়েছে রেল। একাধিক গুরুত্বপূর্ণ লোকাল ট্রেনে অতিরিক্ত স্টপেজ বা অতিরিক্ত হল্টের ব্যবস্থাও রাখা হয়েছে।