`অস্থির` বাংলাদেশে অভূতপূর্ব উদ্যোগ! রূপান্তরকামীদের জন্য খুলল মাদ্রাসা
কট্টরপন্থীদের হাঙ্গামার মাঝেই বাংলাদেশে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। বাংলাদেশের রাজধানী ঢাকায় রূপান্তরকামীদের জন্য দেশের প্রথম মাদ্রাসা খোলা হল।
ফ্রান্সকে সমর্থনের জেরে বাংলাদেশের একাধিক জায়গায় হিন্দুদের বাড়িঘর পোড়ানোর ঘটনা ঘটেছে। অভিযোগের আঙুল ছিল কট্টরপন্থীদের দিকে। তবে এসবের মাঝে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।
মুসলিম প্রধান রাষ্ট্রে রূপান্তরকামীদের জন্য মাদ্রাসা খোলার ঘটনা এই প্রথম। জানা গিয়েছে, ঢাকার এই মাদ্রাসায় আপাতত ১০০ জন রূপান্তরকামী পড়াশোনা করবেন।
দাবতুল কুরান থার্ড জেন্ডার মাদ্রাসা নাম রাখা হয়েছে সেই মাদ্রাসার। শুক্রবার থেকে এই মাদ্রাসায় পড়াশোনা শুরু হয়েছে।
এই মাদ্রাসায় ইসলামিক শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষাও দেওয়া হবে রূপান্তরকামীদের। যাতে তাঁরা ভবিষ্যতে জীবিকা নির্বাহের উপায় খুঁজে পান।