মহাভারতে পিতামহ ভীষ্মের পিছনে দেখা গেল `এয়ার কুলার`? সোশ্যাল মিডিয়ায় শোরগোল
১৯৮৮র জনপ্রিয় মহাভারত লকডাউনে টিভির পর্দায় ফিরে এসেছে। বি আর চোপড়ার মহাভারত নতুন ভাবে দেখতে গিয়ে অনেক দর্শক ভীষ্মের পিছনে কুলার দেখতে পেয়েছেন। আর সেটাই সোশ্যাল মিডিয়া আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। অনেকেই মজা করে প্রশ্ন তুলেছেন সেই প্রাচীন যুগে পিতামহ ভীষ্ম কুলার ব্যবহার করতেন??
'দ্বাপর যুগ'-এ ভীষ্ম পিতামহের এয়ার কুলার ব্যবহার করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মশকরা করেছেন অনেকেই।
কেউ আবার লিখেছেন, পিতামহ ভীষ্মের হয়ক খুবই গরম লাগছিল, তাই এয়ার কুলের থেকে ভালো আর কী হতে পারে!
এর আগে 'গেম অফ থ্রোনস'-এর শেষ সিজনের চতুর্থ পর্বে একটি কাপ দেখা গিয়েছিল, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি হয়। কেউ লিখেছেন, মহাভারতের ভীষ্মের পিছনে কুলারের থেকে 'গেম অফ থ্রোনস'-এর ওই ভুলটি তুলনায় অনেক ছোট।
কেউ আবার 'গেম অফ থ্রেনস'- এর সঙ্গে তুলনা টেনে লিখেছেন, বলেছেন গেম অফ থ্রোনস-এর অনেকে আগেই ভীষ্ম শরশয্যা হয়েছিল। তাই তিনি অনেক এগিয়ে।
তবে কেউ আবার ভুল ভাঙিয়ে লিখেছেন, পিতামহ ভীষ্মের পিছনে ওটা কুলার নয়, ওটা শ্যুটিং সেটের পিলার। তবে সেটা সত্যিই কুলার নাকি শ্যুটিং সেটের ডিজাইন, এবিষয়ে শোয়ের নির্মাতারা মুখ খোলেননি।