দ্রুত ছড়াচ্ছে মারণ করোনাভাইরাস, আইপিএল বাতিল করার ডাক দিলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা বিশ্বে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। ভারতে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৩৯। পরিস্থিতি উদ্বেগজনক। আর তাই এই কঠিন সময়ে আইপিএলের মতো টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া যেত। এমনই মত মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপের।
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, যে কোনও রকম ভিড় এই সময় এড়িয়ে চলা ভাল। আইপিএলে খেলা দেখতে আসবেন প্রচুর দর্শক। ফলে ভাইরাস ছড়ানোর পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
আইপিএল শুরু হতে আর তিন সপ্তাহ বাকি। তার আগে স্বাস্থ্য মন্ত্রীর এমন বক্তব্য! ২৯ মার্ট মুম্বই বনাম চেন্নাইয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল ২০২০।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি অবশ্য বলেছেন, করোনা ভাইরাসের কোনও প্রভাব আইপিএলে পড়বে না।
রাজেশ তোপে বলেছেন, ''এত লোক খেলা দেখতে আসবেন মাঠে। সংক্রমণ হতে পারে গ্যালারি থেকে। আইপিএল আপাতত বাতিল করা উচিত। দরকার হলে কিছু মাস পরে আবার আয়োজন করা যাবে।''