জুলাই-আগস্টেই আসছে করোনার তৃতীয় ঢেউ: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের পর এবার আসতে চলেছে তৃতীয় ঢেউ, বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।
স্বাস্থ্যমন্ত্রী মহারাষ্ট্রে সংক্রমণের হার দেখে বিশেষজ্ঞদের করা ভয়াবহ ভবিষ্যদ্বাণীর কথা উল্লেখ করেছেন। আজ মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ৬৬,১৫৯ । যার মধ্যে মৃতের সংখ্যা ৭৭১।
মুম্বইয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, মহামারীবিদদের মতে মহারাষ্ট্র জুলাই বা আগস্টে কোভিড -১৯ এর তৃতীয় ঢেউের মধ্যে দিয়ে যেতে পারে।
মহারাষ্ট্র ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করতে মেডিক্যাল সরঞ্জাম, অক্সিজেনের অগাম ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
তাঁর কথায়, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি জানতে পরেছেন, মে মাসের পর সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার পর ফের সংক্রমণে বাড়তে পারে জুলাই ও আগস্টে। আর সেইটা হবে করোনার থার্ড ওয়েভ।