এখনও এনসিপিতেই রয়েছি, মহারাষ্ট্র বিধানসভায় শপথ নিয়ে বললেন অজিত পাওয়ার
বৃহস্পতিবার উদ্ধব ঠাকরের শপথের আগে বুধবার সাতসকালেই বিশেষ অধিবেশনে শপথ নিলেন মহারাষ্ট্রের নবনির্বাচিত বিধায়করা। অনুষ্ঠানে সব আলো টেনে নিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। তাঁর ওপরেই কি অনেকটা নির্ভর করতে চাইছেন মারাঠা স্ট্রংম্যান! এমনটাও বার্তা দিল এনসিপি।
শপথ নিতে এলেন এনসিপির ‘বাগি’ বিধায়ক অজিত পাওয়ার। তাঁকে নিয়েই গত কয়েকদিন ধরে চলছে নাটক। সেই অজিত পাওয়ারকে আলিঙ্গন করে বিধানসভায় বরণ করে নিলেন সুপ্রিয়া সুলে।
এদিন শপথ নিতে আসেন শরদ পাওয়ারের প্রপৌত্র রোহিত পাওয়ার। তিনি বলেন, অজিত পাওয়ার দলে ফিরেছেন। খুব ভালো লাগছে।
রাজ্যপালের ডাকা বিশেষ অধিবেশনে শপথ নিতে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। এগিয়ে গিয়ে তাঁর সঙ্গেও শুভেচ্ছ বিনিময় করেন সুপ্রিয়া সুলে।
শপথ নিতে এসে শরদ পাওয়ার ও সোনিয়া গান্ধীর প্রসংশা করলেন শিবেসনা নেত্রী নীলম গোরে। তিনি বলেন, শেষপর্যন্ত বালাসাহেবের স্বপ্ন সফল হতে চলেছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহা বিকাশ আগাড়ি সরকারের দায়িত্ব নিচ্ছে। এই স্বপ্ন সফলের পেছনে শরদ পাওয়ার ও সোনিয়াজির সবচেয়ে বড় অবদান রয়েছে।
শপথ নেওয়ার পর অজিত পাওয়ার বলেন, এনসিপি এখনও আমাকে বরখাস্ত করেনি। এখনও দলেই রয়েছি।