হ্যাঁ, এটাই করোনার Second Wave স্বীকার কেন্দ্রের, হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Tue, 16 Mar 2021-12:25 pm,

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার কেন্দ্রের পর্যবেক্ষক দল স্বীকার করেছে,  মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। পাশাপাশি আগামী দিনে কোন পথে এগোবে করোনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে। 

second Wave  আক্রান্ত রোগীদের আলাদা করে চিন্থিত করতে হবে। কারণ, কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। যেমন মহারাষ্ট্রের মন্ত্রী ঈশ্বর সিংহ পটেল টিকা নেওয়ার পর কোভিডে আক্রান্ত হন। 

ইতিমধ্যেই মহারাষ্ট্রের একাধিক এলাকায় জারি করা হয়েছে পূর্ণ লকডাউন। কড়াকড়িভাবে মানা হচ্ছে সুরক্ষাবিধি। এবার শুধরে যান। মেনে চলুন করোনা সংক্রান্ত সমস্ত নিয়ম কানুন। পরামর্শ উদ্ধব ঠাকরে প্রশাসনের। নিয়ম না মানলে মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। 

পাশাপাশি ৯ রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণের হার। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার পার। যার মধ্যে মহারাষ্ট্রে  সংক্রমিত হয়েছেন ১৫,০৫১ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের। 

দেশ জুড়ে মৃতের সংখ্যা  ১৩১ জন। টিকাকরণ করা হয়েছে, ৩০,৩৯৩৯৪ জনের। করোনা পরীক্ষা করা হয়েছে ৮ লক্ষ ৭৩ হাজার ৩৫০ জনের।

৩১ মার্চ পর্যন্ত মহারাষ্ট্রে কড়া সুরক্ষাবিধি মেনে চলতে হবে। অনির্দঅনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে অফিস, বাজার, সিনেমাহল, শপিং মল। জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link