মাওবাদীদের সঙ্গে ফোনে যোগাযোগ, জেরার মুখে দিগ্বিজয় সিং!
ভোটের মুখে বেশ বিপাকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তাঁর সঙ্গে মাওবাদী যোগের প্রমাণ পেল পুলিস।
মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁওয়ে হিংসার তদন্তে নেমে বেশ কয়েকজন ‘শহুরে মাওবাদী’-দের বাড়িতে তল্লাশি চালায় পুলিস। তাতে উদ্ধার হয়েছে বহু আপত্তিকর নথি।
উদ্ধার হওয়া বেশ কয়েকটি চিঠির একটি মিলেছে একটি ফোন নম্বর। সেটি দিগ্বিজয় সিংয়ের বলে দাবি করছে পুলিস।
পুনের পুলিস কমিশনার সুহাস বাওয়াচে জি নিউজকে জানিয়েছেন চিঠিতে উল্লেখ করা একটি নম্বর দিগ্বিজয় সিংয়ের। তবে এনিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছানোর আগে বেশকিছু বিষয় খতিয়ে দেখতে হবে।
সূত্রের খবর দিগ্বিজয় সিংকে জেরা করতে পারে পুনে পুলিস।
মাওবাদীদের চিঠিতে দিগ্বিজয় সিংয়ের ফোন নম্বর পাওয়া প্রসঙ্গে শিবরাজ সিং টুইট করেছেন, কংগ্রেসের ওই নেতার সঙ্গে মাওবাদীদের যে যোগাযোগের অভিযোগ উঠেছে তা অত্যন্ত চিন্তার বিষয়। কংগ্রেসের উচিত এনিয়ে তদন্ত করে তাঁকে বরখাস্ত করা।
ওই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন দিগ্বিজয়। সংবাদমাধ্যমে তিনি বলেন, অনেকের কাছেই আমার নম্বর থাকতে পারে। ভিমা-কোরগাঁও আন্দোলন কোনও নকশাল আন্দোলন নয়। মাওবাদীদের সঙ্গে আমার যোগ থাকলে ওরা আমাকে গ্রেফতার করছে না কেন!