জীবনে মাত্র একটিই হিন্দি সিনেমা দেখেছিলেন মহাত্মা গান্ধী! ৭৬ বছর আগে

Wed, 02 Oct 2019-3:50 pm,

আজ তাঁর ১৫০তম জন্মবার্ষিকী। মহাত্মা গান্ধী সম্পর্কে এখনও কত তথ্য অজানা। এই যেমন মহাত্মা গান্ধী নাকি জীবনে একখানা মাত্র হিন্দি সিনেমা দেখেছিলেন। 

গান্ধীজি জীবনে প্রচুর ইংরেজি সিনেমা দেখেছিলেন। তবে হিন্দি সিনেমা দেখেছিলেন মাত্র একটি। ১৯৪৩ সালে রাম রাজ্য নামের একটি সিনেমা মুক্তি পেয়েছিল। বিজয় ভাটের সেই রাম রাজ্য সিনেমাটি দেখেছিলেন গান্ধীজি।

১৯৩০ সালের শেষের দিকে ভালসাদে বেড়াতে গিয়ে গান্ধীজির সঙ্গে দেখা হয় বিজয় ভাটের। গান্ধীজি জানতে পারেন, বিজয় ভাট একজন চলচিত্র নির্মাতা। তখনই গান্ধীজি তাঁকে নারসি মেহতাকে নিয়ে সিনেমা করার অনুরোধ করেন।  নার্সি মেহতা গুজরাটের একজন আধ্যাত্মিক কবি। 

গান্ধীজির অনুরোধ রক্ষা করে নারসি মেহতাকে নিয়ে সিনেমা করেছিলেন বিজয় ভাট। কিন্তু সেই সিনেমা তিনি গান্ধীজিকে দেখাতে পারেননি। আর তা নিয়ে বিজয় ভাটের আফসোসের শেষ ছিল না।

১৯৪৫ সাল নাগাদ জুহুর একটি বাংলোতে কিছুদিন ছিলেন মহাত্মা গান্ধী। তখনই গান্ধীজিকে রাম রাজ্য সিনেমাটি দেখানোর পরিকল্পনা করেন বিজয় ভাট। গান্ধীজি মাত্র ৪০ মিনিট সিনেমা দেখতে রাজি হন। তবে সিনেমাটি তাঁর এতটাই ভাল লাগে যে তিনি পুরো ৯০ মিনিট দেখেন। রাম রাজ্য সিনেমাটি ১০০ সপ্তাহ চলেছিল থিয়েটারে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link