রেকর্ড সময়ে শেষ মাঝেরহাট লেভেল ক্রসিংয়ের কাজ, খুলছে শুক্রবার

Thu, 11 Oct 2018-10:02 pm,

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: পুজোর আগেই খুলে যাচ্ছে আলিপুর ও বেহালার সংযোগকারী রাস্তা। যুদ্ধকালীন তত্পরতায় মাঝেরহাট সেতুর সমান্তরাল লেভেল ক্রসিং তৈরি করে ফেলল রাজ্যের পূর্ত দফতর।

আগামিকাল অর্থাত্ শুক্রবার রাস্তাটি খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। পুজোর আগে ওই এলাকার যানজট অনেকখানিই কমে যাবে মনে করা হচ্ছে। 

মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর বিকল্প ব্যবস্থা খোঁজ শুরু করে রাজ্য সরকার। তখনই নজরে আসে পূর্ব দিকের রাস্তাটি। ওই রাস্তাটি রেললাইন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

রেললাইন পেরিয়ে তারাতলা ও মোমিনপুরের মধ্যে যাতায়াত করা যাবে।

মাত্র ২০ দিনেই শেষ হয়েছে রাস্তা তৈরির কাজ। রেললাইনের উপরে লেভেল ক্রসিং করে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে হাইটেনশন তার। সিগন্যালিং ব্যবস্থার পরিবর্তন করেছে রেলও। 

মাটি পরীক্ষা, মানচিত্র থেকে পরিকল্পনা সবকিছুই সারা হয়েছে তিন সপ্তাহের মধ্যে। গোটা প্রক্রিয়াই চলেছে পূর্ত দফতরের নজরদারিতে।

 

শুক্রবার থেকে খুলে যাবে ব্রিজ। প্রাথমিকভাবে দু' লেনের রাস্তা। প্রথমে ছোট গাড়িই অনুমোদন করা হবে। পরে বাসের কথা ভাবা হবে।

বলে রাখি, রাস্তাটি ওয়ান ওয়ে ট্রাফিক। বেহালা থেকে হুমায়ন কবীর সরণী হয়ে আসতে পারবেন আলিপুরে। অর্থাত্ বেহালার দিকে যেতে পারবেন না।

 

৪৪ মিটার লম্বা রাস্তাটি তৈরি করেছে পূর্ত দফতর। চওড়া প্রায় সাড়ে সাত মিটার করা হল। 

গার্ডেনরিচ শিপবিল্ডার্সের সহযোগিতায় কংক্রিটের ব্রিজ। খালের উপরে বসেছে এমন দুটি ব্রিজ। 

খালের মাটি নরম থাকায় ব্রিজ বসাতে লাগানো হয়েছে ২৪টি স্তম্ভ। ৩০ মিটার নীচ পর্যন্ত করতে হয়েছে পাইলিং।

 

ব্রিজ তৈরির বরাত দেওয়া হয়েছিল গার্ডেন রিচ শিপবিল্ডার্সকে। সাধারণত মাসখানেক সময় লাগে। এখানে মাত্র ৭ দিনেই দুটি ব্রিজ বসানো হয়েছে।

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর বেহালায় যেতে রীতিমতো কালঘাম ছুটছে বেহালাবাসীর। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন তাঁরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link