লাইনে ধস, অল্পের জন্য রক্ষা পেল মাঝেরহাট লোকাল
মৌমিতা চক্রবর্তী: ভরসন্ধেয় অল্পের জন্য রক্ষা পেল মাঝেরহাট লোকাল। লাইনে হঠাত্ নামল ধস।
এদিন সন্ধে ৬টা নাগাদ জগন্নাথ ঘাটের কাছে হঠাত্ই ধস নামে চক্ররেলের লাইনে। ধস লক্ষ্য করে ট্রেন থামিয়ে দেন চালক।
এরপর রেলের আধিকারিকদের খবর দেন ট্রেন চালক। ঘটনাস্থলে আসেন রেল আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।
লাইনে চলে পরীক্ষানিরীক্ষা। ততক্ষণে যাত্রী নিয়ে ঠায় দাঁড়িয়ে মাঝেরহাট লোকাল।
প্রায় দেড় ঘণ্টা পর রেল কর্তৃপক্ষ ট্রেনকে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ট্রেনটি নিয়ে যাওয়া হয় বাগবাজারে। সেখান থেকে যাত্রীরা ভিন্নপথে গন্তব্যের দিকে রওনা দেন।
প্রায় দেড় ঘণ্টা পর রেল কর্তৃপক্ষ ট্রেনকে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ট্রেনটি নিয়ে যাওয়া হয় বাগবাজারে। সেখান থেকে যাত্রীরা ভিন্নপথে গন্তব্যের দিকে রওনা দেন।