Dumdum Metro: মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর, দমদম-কবি সুভাষ রুটের পরিষেবায় বড়সড় পরিবর্তন
অয়ন ঘোষাল: গতি বাড়ল নর্থ-সাউথ মেট্রোয়। ব্লু লাইন মেট্রো দমদম প্যানেলে ইলেকট্রনিক ইন্টারলকিং-এর কাজ শেষ করে ফেলল।
ফলে ব্যস্ত সময়ে রেক পিছু গড়ে ৩ মিনিট করে সময় বাঁচবে। ৪০-এর বদলে কোনও কোনও সময়ে ৪৫ এও ছুটতে সক্ষম হবে ট্রেন।
পরিষেবা সম্পূর্ণ হওয়ার পর ১৪ জানুয়ারি রাত থেকে ১৫ জানুয়ারি সকালে ফের পরিষেবা চালুর আগেই, পাওয়ার ব্লক করে ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার বা মডিফিকেশন সম্পূর্ণ করল নর্থ-সাউথ অর্থাৎ ব্লু লাইন মেট্রো।
রাতেই এই লিঙ্ক রুটের বিভিন্ন স্টেশনের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়।
স্বয়ংক্রিয় সিগন্যাল এবং ট্র্যাক মনিটরিং ব্যবস্থায় একেবারে কারশেড থেকে স্টেশন।
জুড়ে দেওয়া হল গোটা ব্লু লাইন মেট্রো পথ।
শুধু গতি নয়। কম্পিউটর নিয়ন্ত্রিত অপারেশন ব্যবস্থায় বাড়ল যাত্রী সুরক্ষাও।