#মকরসংক্রান্তি: গোটা বর্ধমানের চোখ এখন ঘুড়ি-রঙিন আকাশে!
তাই কোভিডবিধি অবজ্ঞা না করেই হচ্ছে ঘুড়ির মেলা। আর সেই মেলায় মাতলেন বেশিরভাগ বর্ধমানবাসী।
কলকাতা বা লাগোয়া এলাকার মতো বিশ্বকর্মা পুজোর সময়ে নয়; বর্ধমানে ঘুড়ির মেলা হয় পৌষ সংক্রান্তি থেকে মাঘের প্রথম দু'দিন। কাঠগোলা, বাহির সর্বমঙ্গলা আর সদরঘাট শহরের তিনপ্রান্তে তিনটি প্রাচীন ঘুড়ির মেলা বসত। রাজ আমল থেকে এই প্রথায় আকাশমুখে থাকে বর্ধমানের চোখ।
এবারের পরিস্থিতি আলাদা। এবারে ওমিক্রনের ঢেউ চোখ রাঙাচ্ছে। বৃহস্পতিবার বর্ধমানে ১ দিনে ৮৪৫ জন আক্রান্ত হয়েছেন। বর্ধমান শহরের পরিসংখ্যান চোখ কপালে তোলার মতো। সেখানে ২৯৮ জন। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই জারি হয়েছে নানা বিধিনিষেধ। তবু তার মধ্যেই আনন্দের উপকরণ খুঁজে নিচ্ছেন ঘুড়িপ্রেমীরা।
বাজার ছেয়ে যাওয়া চিনা মাঞ্জা আর লাটাইয়ে পাক খাচ্ছে নানা কিসিমের নানা রঙের নানা ডিজাইনের ঘুড়ি। পাড়ায় পাড়ায় মাইক বাজিয়ে হচ্ছে ঘুড়ির লড়াই। অন্যতম উদ্যোক্তা পল্লব দাস জানান; কোভিড সংক্রমণবিধি মেনেই এই ঘুড়ির উৎসব চলছে।
(আজ বর্ধমান) শহরের আকাশ-বাতাসে একটাই আওয়াজ-- 'ভোকাট্টা'!