Malaika Arora-Arjun Kapoor Wedding: ফের বিয়ের পিঁড়িতে ৫০ ছুঁই-ছুঁই মালাইকা, অর্জুনের সঙ্গে কবে মালাবদল?

Soumita Mukherjee Wed, 05 Apr 2023-7:10 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রায় ১২ বছরের ছোট অর্জুন কাপুরের প্রেমে পড়েন মালাইকা আরোরা।

 

প্রথমে এই সম্পর্কে কথা গোপনে রাখলেও একটা সময় পড়ে জনসমক্ষে প্রেমের কথা স্বীকার করে নেন তাঁরা।

 

চার বছর ধরে সম্পর্কে রয়েছেন মালাইকা ও অর্জুন। শুধু কি লিভ ইনই করবেন তাঁরা নাকি বিয়েরও পরিকল্পনা রয়েছে?

 

৫০ ছুঁই ছুঁই মালাইকা কবে সাত পাকে বাঁধা পড়বেন বছর ৩৬-এর অর্জুনের সঙ্গে এই গসিপেই সরগরম টিনসেল টাউন।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন যে অর্জুন ও তিনি দুজনেই সম্পর্কের পরবর্তী ধাপে পৌঁছতে প্রস্তুত। সেখান থেকে জোর জল্পনা বিয়ের প্রস্তুতি শুরু করেছেন মালাইকা অর্জুন।

 

মালাইকা বলেন যে এখনও বিয়েতে বিশ্বাসী তিনি। তবে তিনি আর অর্জুন বিয়ে নিয়ে বিশেষ পরিকল্পনা করেন না।

 

মালাইকা আরও বলেন যে কবে তাঁরা বিয়ে করবেন, সে কথা এখনও নিজেই জানেন না অভিনেত্রী।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link