খাটো পোশাকে চটুল গানে উদ্দাম নাচ, সঙ্গে জুয়া, কাঠগড়ায় তৃণমূল!
রণজয় সিংহ: চটুল নাচের আসর। চটুল গানে উদ্দাম নৃত্য স্বল্পবসনা নর্তকীদের। সাথে চলছে জুয়া খেলা। সেই আসরে ভিড় জমিয়েছে এলাকার ছাত্র থেকে যুবরা।
নীরব দর্শক পুলিস প্রশাসন। শাসকদলের মদতেই এমন আয়োজন। অভিযোগ বিজেপির। যদিও শাসকদলের দাবি এমন ঘটনায় তারা যুক্ত নয়। যদি দলের কেউ থাকে তবে ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফাই শাসকদলের।
মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত ছত্রক গ্রামে যাত্রা পালার নামে চটুল গানে নাচের আসর। খোলা মঞ্চে উদ্দাম নৃত্য স্বল্পবসনা নর্তকীদের। শুধু নাচের আসর নয় সাথে চলছে জুয়া খেলা।
এলাকার ছাত্র যুবদেরও দেখা যাচ্ছে আসরে। এলাকার সংস্কৃতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব।
সাথে পুলিস প্রশাসনকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে। যদিও এই অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব।