ইয়র্কারে বিশ্বের সেরা বোলার মালিঙ্গা, বললেন বুমরাহ
বর্তমান ক্রিকেট বিশ্বে ইয়র্কারে অন্যতম সেরা বোলার ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। এ নিয়ে কোনও সন্দেহ নেই
ইয়র্কারে বুমরাহকে অনেকেই এগিয়ে রাখলেও বুমরাহ নিজে কিন্তু ইয়ার্কারে এগিয়ে রাখছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে।
মালিঙ্গা ইয়র্কারকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। গতির সঙ্গে ইয়ার্কার তো ছিলই, সেই সঙ্গে মালিঙ্গার স্লোয়ার ইয়ার্কারও ছিল ভয়ঙ্কর।
সতীর্থ এবং মেন্টর হিসেবে লাসিথ মালিঙ্গাকে মুম্বই ইন্ডিয়ান্সে পেয়েছেন জশপ্রীত বুমরাহ।
ইয়ার্কার নিয়ে মালিঙ্গাকে জশপ্রীত বুমরাহর এই সার্টিফিকেটের বিষয়টা জানা গেল মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার থেকে।