মোবাইল, ল্যান্ডলাইনে আড়ি পাতছে, মুখে কি লিউকোপ্লাস্ট লাগিয়ে থাকব? তোপ মমতার

Subhankar Mitra Sat, 02 Nov 2019-9:44 pm,

তন্ময় প্রামাণিক: ভারতের বেশ কয়েকজন সাংবাদিক ও মানবাধিকার কর্মীর উপর ইজরায়েলের স্পাইওয়্যার পেগসাসের নজরদারির খবর মিলেছে। হোয়াটসঅ্যাপও তার থেকে বাদ যায়নি। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মমতা অভিযোগ করলেন, আড়িপাতার নেপথ্যে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। 

মমতা এদিন বলেন,''সরকারের তরফে পুলিসকে নির্দেশ দিলে যার-তার কাছে চলে যেতে পারে। এতে গোপনীয়তা ভঙ্গ হচ্ছে।'' 

তিনি আরও বলেন,''এটা গুরুতর ব্যাপার। সরকারই এটা ইজরায়েলকে করতে দিয়েছে। যা ব্যবহার করছে এজেন্সির।'' 

এব্যাপারে প্রধানমন্ত্রীকে নজর দেওয়ার আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে তাঁর ফোনে আড়িপাতার অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। তক্তাঘাটে ছটপুজোর অনুষ্ঠানে গিয়ে শনিবার একই দাবি করলেন। মমতার কথায়,''আমার ফোন ট্যাপ হচ্ছে। আমি প্রমাণ দিতে পারি। সরকারই তো এটা করেছে। বিচারপতিরাও কথা বলতে ভয় পাচ্ছেন।'' 

সরাসরি বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূল নেত্রী। বলেন, ''আমার ফোন ট্যাপ করা হচ্ছে সেটা আমি জানি। প্রমাণও আছে। কেন্দ্রীয় সরকারকে কী বলব! সবই তো জানে। এখন তো আর হোয়াটসঅ্যাপকে ভরসা করা যাচ্ছে না। পুরো নজরদারি চলছে।'' 

মমতার কটাক্ষ, মোবাইল ফোন, ল্যান্ডফোন ট্যাপ হচ্ছে। মুখে কি লিউকোপ্লাস্ট লাগিয়ে থাকব?

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link