পুজোয় সরকারি কর্মীদের টানা ১৪ দিন ছুটি, বসে বসে করে দিই, দরাজহস্ত মমতা

Fri, 13 Sep 2019-10:18 pm,

নিজস্ব প্রতিবেদন: পুজোর আগে দরাজহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে সরকারি কর্মচারীদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে টানা ছুটি দিয়ে দিলেন পুজোর উপহারও।     

নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারীদের সভায় মমতা ঘোষণা করলেন, পুজোয় ২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। কালীপুজোয় পাবেন ৪ দিন ছুটি।

এদিন মমতা বলেন,''মানুষ কাজ করতে ভালবাসো। সঙ্গে সঙ্গে ব্রেনকে ছুটি দিতে হয়। কেউ কোনওদিন দিয়েছিল? পুজোয় ছুটি থাকত ৪ দিন। সব ছুটি মিলিয়ে এমনভাবে করে দেওয়া হয়েছে যাতে ২ তারিখ ১৫ তারিখ (অক্টোবর) পর্যন্ত একটানা ছুটি থাকে। বাজে কথা বলছি কি? এগুলো বসে বসে করে দিই।'' 

মমতা আরও বলেন,''কালী পুজোর দিন থেকে ভাইফোঁটা পর্যন্ত ৪ দিন ছুটি থাকে। মিলিয়ে মিশিয়ে করে দিই। আগে সরকার ভেবেছিল আপনার পরিবার আছে? ব্যাঙ্কক, থাইল্যান্ড, মলদ্বীপ, কুয়ালালামপুর যেতে পারেন আপনারা। কোনওদিন কেউ ভেবেছিল?''

মা-বাবাদের জন্যেও রাজ্য সরকার যে ভাবনাচিন্তা করেছে, সে কথাও স্মরণ করিয়ে দেন মমতা। বলেন, ''৭৩১ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। পিতৃত্বকালীন ছুটিও দিই। হয়েছে কি হয়নি? অনেকে অনেক কিছু নিয়ে খেলাতে চায়।''    

শুধু ছুটি নয়, তাঁর সরকার সরকারি কর্মচারীদের জন্য কী কী করেছে, তার ফিরিস্তিও দেন মমতা। বলেন, ''আজকে এক তারিখে মাইনে পান। ই পেনশন চালু হয়েছে। স্বাস্থ্য প্রকল্পে ক্যাশলেশ টাকা পান। মনে রাখবেন, আপনারা যা ছুটি পান অন্যরা পান? কেউ ভাববে? আসছে বছর দুর্গাপুজো কী হবে, কদিন ছুটি থাকবে একবছর আগে থেকে প্ল্যানিং করি। ছুটির তালিকা মিলিয়ে নিই।''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link