করোনায় ব্যাপক ক্ষতি, রাজ্যের জন্য মোটা অঙ্কের আর্থিক পুনর্বাসন প্যাকেজ
নিজস্ব প্রতিবেদন : করোনায় ধুঁকছে রাজ্যের অর্থনীতি। এই অবস্থায় আর্থিক পুনর্বাসন প্যাকেজ তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "করোনার প্রভাব পড়েছে রাজ্যের আর্থিক অবস্থাতেও। প্রতি মাসে ৫০০০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে রাজ্য।"
"এই অবস্থায় আগামী ৬ মাসের জন্য আর্থিক পুনর্বাসন প্যাকেজ তৈরি করছে সরকার। ১ লক্ষ ৫২ হাজার কোটি টাকার প্যাকেজ তৈরি করা হচ্ছে।"
লকডাউনের জেরে কৃষি, প্রাণীসম্পদ, মৎস্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব ক্ষেত্রে সহায়তা দিতেই এই প্যাকেজ দেবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টাকার সংস্থান করতে কেন্দ্রের কাছে সাহায্য চাইবে রাজ্য। এছাড়া প্রয়োজনে ঋণও নেবে তারা। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারই প্রথম অর্থনৈতিক পুনর্বাসন প্রকল্পের চিন্তাভাবনা করেছে বলে জানান তিনি।