আহার-উপহারে ব্রিগেডের অতিথি আপ্যায়নে মুখ্যমন্ত্রী মমতা
ব্রিগেডে যোগ দিতে কলকাতায় পা রাখতে শুরু করেছেন একে একে হেভিওয়েটরা।
নবান্ন থেকেই ব্রিগেডের প্রস্তুতি, অতিথি আগমনের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, অতিথিদেরকে দেওয়া হবে জন্য মা, মাটি, মানুষ লেখা ও তৃণমূল কংগ্রেসের প্রতীক আঁকা উত্তরীয়।
তসর রঙের উত্তরীয় দেওয়া হবে। মোট ৩৫০টি উত্তরীয়ের অর্ডার দেওয়া হয়েছে। একইসঙ্গে দেওয়া হবে পুষ্পস্তবকও।
অতিথিদের জন্য চা-চক্রে ৮ রকম কুকিজ, ফিশ ফ্রাই, ইডলি, ধোসা, সম্বর, চিকেন পকোড়া ও দার্জিলং টি-এর বন্দোবস্ত থাকছে।
নলেন গুড়ের রসগোল্লা ও সন্দেশও থাকছে অতিথিদের জন্য।