`গরমে অসুখ বাড়ে, নুন-লেবু জল খান, মাস্ক পরুন`, দাওয়াই মুখ্যমন্ত্রীর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তীব্র গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ। রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
গরমে মুখ্যমন্ত্রীর দাওয়াই, বার বার জল আর ওআরএস খাবেন। গরমে লেবু-নুন জল খান, যাতে ডিহাইড্রেশন না হয়।
গরমে মাথা ঢেকে রাখুন। ১২টা থেকে ৪টে বেরবেন না। একইসঙ্গে কোভিডবিধি নিয়েও নির্দেশ দেন মমতা।
বলেন, ভিড়ের মধ্যে গেলেও মাস্ক ব্যবহার করুন। আমিও মাস্ক ব্যবহার করব, আপনাও করুন। স্যানিটাইজ করুন।
মুখ্যমন্ত্রী জানান রাজ্যে এখন ৪৯ জন কোভিড রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ৯ জনের কো-মরবিডিটি আছে।
তাঁদের অক্সিজেন লাগছে, বাকিদের নয়। গরমে অসুখ বাড়ে তাই সাবধানে থাকুন।