এবার কি ৩৫৫ ধারা? তারপর রাষ্ট্রপতি শাসন? আশঙ্কা মমতার

Sun, 03 Feb 2019-8:42 pm,

কলকাতা পুলিস বনাম সিবিআই দ্বৈরথে আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রী।

এদিন খবর পেয়েই রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই জোরজবরদস্তি সিবিআই আধিকারিকদের আটক করে কলকাতা পুলিস। সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্স ঘিরে ফেলা হয়।  

রাজীবের বাড়িতে শীর্ষ পুলিস কর্তাদের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''সুপ্রিম কোর্টের নির্দেশের পর ৫ বছর হয়ে গিয়েছে। যে-ই একটা করে একটা নির্বাচন আসে অমনি চিটফান্ডের নাম করে যাঁকে ইচ্ছা ধরে। কারও যোগাযোগ না থাকলেও ষড়যন্ত্র করছে। আমার বাড়িতে চা করেন, তাঁকেও হেনস্থা করেছে''। 

রাজীবের বাড়িতে শীর্ষ পুলিস কর্তাদের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''সুপ্রিম কোর্টের নির্দেশের পর ৫ বছর হয়ে গিয়েছে। যে-ই একটা করে একটা নির্বাচন আসে অমনি চিটফান্ডের নাম করে যাঁকে ইচ্ছা ধরে। কারও যোগাযোগ না থাকলেও ষড়যন্ত্র করছে। আমার বাড়িতে চা করেন, তাঁকেও হেনস্থা করেছে''। 

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,''রাজনৈতিকভাবে লড়াই করার সামর্থ নেই মোদী-শাহের। গতকাল সভায় প্রধানমন্ত্রীর এটা ভাষা!

মমতার কথায়,''ব্রিগেডের সভার দিন সিবিআই অফিসারদের ডেকে পাঠানো হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দেন, কিছু করো। সিবিআইকে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি''।

এরপরই মমতা বলেন,''সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছে বিজেপি। গায়ের জোরে জরুরি অবস্থার চেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। অভ্যুত্থান ঘটাতে চাইছে''।   

এবার কি ৩৫৫? তারপর ৩৫৬? এটা এত সোজা। মাত্র একমাস বাকি নির্বাচনের। তার আগে গুন্ডামি করছেন নরেন্দ্র মোদী, আশঙ্কাপ্রকাশ করেন মমতা। 

মমতা ঘোষণা করেন, ''গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করতে মেট্রো চ্যানেলে ধরনায় বসতে চলেছেন তিনি। আগামিকাল বাজেট পেশ করবেন। তার আগে মন্ত্রিসভার বৈঠকও হবে মেট্রো চ্যানেলে''।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link