Mamata Banerjee Naveen Patnaik Meeting: মিশন ২৪, ভুবনেশ্বরে নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক মমতার
সুতপা সেন: পশ্চিমবঙ্গের মতো বিপুল পরিমাণ টাকা বকেয়া নেই ওড়িশায়। কেন্দ্রের বঞ্চনার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত নন নবীন পট্টনায়েক। তবে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার পক্ষে সওয়াল করলেন দু'জনেই।
নজরে ২৪-র লোকসভা ভোট। লক্ষ্য, বিরোধী ঐক্যে শান। ওড়িশার মু্খ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে এবার বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কোথায়? ভুবনেশ্বরে নবীনের বাড়িতে।
এর আগে কলকাতায় যেদিন তৃণমূলের সাংগঠনিক বৈঠক হয়, সেদিন দলনেত্রীর সঙ্গে বৈঠক দেখা করেছিলেন অখিলেশ যাদব। ১ ঘণ্টা ধরে বৈঠক হয়েছিল দু'জনের।
কংগ্রেস ও বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেন নবীন পট্টনায়েক। কিন্তু, জাতীয় রাজনীতি মমতা যত সক্রিয়, ততটা সক্রিয় নন তিনি।
দু'জনের মধ্যে কী আলোচনা হল? সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রের বঞ্চনা, জিএসটি, বিজেপি বিভেদের রাজনীতি কথা বলেন নবীন ও মমতা। কিন্তু সব বিষয়ে যে তাঁরা সহমত হননি, সেকথা বৈঠকের শেষে নিজেই জানান বাংলার মুখ্যমন্ত্রী।
পুরীর মতো জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘা। নবীন পট্টনায়েককে বাংলার আসার আমন্ত্রণ জানিয়েছেন মমতা।
পুরী গেস্ট হাউস বানানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। জমি পরিদর্শনের পর, এদিনের বৈঠকে ওড়িশার মুখ্য়মন্ত্রীর হাতে প্রয়োজনীয় নথি তুলে দেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা জানান, ' আমি নবীনজির কাছে কৃতজ্ঞ। বিশ্ববাংলার ভবনের জন্য ২ একর জমি দিয়েছেন উনি'।