ফিরে যাচ্ছিলেন, শুভ্রাংশুকে ডাকলেন মমতাই, তারপর...

Sun, 21 Oct 2018-7:06 pm,

কমলিকা সেনগুপ্ত: বিজয়া দশমীর প্রণাম করতে দিদির কাছে গিয়েছিলেন। তবে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। ফিরেই যাচ্ছিলেন শুভ্রাংশু রায়। তারপরই এল ডাক। 

বিজয় দশমী উপলক্ষে জনসংযোগ ঝালিয়ে নিতে শনিবার কালীঘাটের নিজের অফিসের নীচে চেয়ার পেতে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে দশমীর শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূলের সাংসদ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। দুজনের মধ্যে চলে শুভেচ্ছা বিনিময়। 

যতক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিলেন, ততক্ষণ ধরেই তাঁর পাশের চেয়ার আলো করে থাকলেন বীজপুরের তৃণমূল বিধায়ক। 

শুধু অভিষেকই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেও দশমীর প্রণাম করেছেন শুভ্রাংশু। (ফাইল ছবি)

তৃণমূল নেত্রী নানা কাজে ব্যস্ত ছিলেন, ফলে বাইরে অপেক্ষা করছিলেন শুভ্রাংশু রায়। ডাক আর আসে না। শেষে বাড়ির পথেই হাঁটা লাগান শুভ্রাংশু। (ফাইল ছবি)

জানতে পেরে শুভ্রাংশুকে ডেকে পাঠান খোদ তৃণমূল নেত্রী। সূত্রের খবর, প্রায় ৪৫ মিনিট ধরে কথা হয় দুজনের। বিজয়ার প্রণামও করেন শুভ্রাংশু রায়। (ফাইল ছবি)

 

মুখ্যমন্ত্রী ও বিধায়কের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। (ফাইল ছবি)

সম্প্রতি শুভ্রাংশু রায় অসুস্থ হওয়ার পর বেসরকারি হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই সাক্ষাত্ ব্যতিক্রম নয়। (ফাইল ছবি)

গতবছর নভেম্বরে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়। সূত্রের খবর, তারপর থেকে দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন মুকুলপুত্র। যদিও শুভ্রাংশু রায় বারবার স্পষ্ট করেছিলেন, তৃণমূলেই থাকছেন তিনি। (ফাইল ছবি)

প্রসঙ্গত, লোকসভা ভোটের রাজ্যে পদ্মফুল ফোটানোর দায়িত্ব পেয়েছেন মুকুল রায়। তাঁর ছেলেই তৃণমূলে। ফলে রাজনৈতিক প্রেক্ষাপটে এটা মুকুলের কাছে অস্বস্তির কারণ বলেই মনে করছে অভিজ্ঞমহলের একাংশ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link