চ্যালেঞ্জ করছি, এই কাজ আমার জায়গায় একজনও করে একদিনে ইস্তফা দেব: মমতা
নিজস্ব প্রতিবেদন: আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও যেভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে গিয়েছেন, তার নজির পৃথিবীতে নেই। এমনটাই দাবি করলেন মমতা। এর পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, এই কাজ কেউ করে দেখাতে পারলে একদিনে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন।
কেন্দ্রকে নিশানা করে মমতা এ দিন বলেন,'কেন্দ্রীয় সরকার এক টাকা দেয় না। বঞ্চনা চলছে। আর লাঞ্ছনা চলছে। ৮৫ হাজার কোটি টাকা পায় বাংলার সরকার।'
এ দিন তৃণমূল নেত্রী অভিযোগ করেন, পণ্য ও পরিষেবা করের টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। অথচ সেই টাকা আটকে রেখে তারা। রাজ্য পাচ্ছে না। তাঁর কথায়,'জিএসটি-র টাকাটা দিতে বলুন। এই টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে সরকার চালাতে হচ্ছে।'
এমন অর্থ সংকটের মধ্যেও তিনি উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন মমতা। বলেন,'টাকাগুলো আসবে কোথা থেকে? বাসের ভাড়া বাড়বে না। বিদ্যুতের দাম বাড়বে না। খাবারের দাম বাড়বে না। সরকারকে কোনও ট্যাক্স দিতে হবে না। বিনা পয়সায় খাদ্য, স্বাস্থ্য, পড়াশুনো, জুতো, টেস্টপেপার, ছোটদের পোশাক, বিনা পয়সায় মিড ডে মিল, আইসিডিএস। টাকাটা আসবে কোথা থেকে?'
এরপরই তৃণমূল নেত্রী মন্তব্য করেন,'যতটুকু সম্ভব এখান থেকে ওখান থেকে করে যতটা পারি চেষ্টা করি। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এই কাজ আমার জায়গায় একজন করতে পারলে একদিনের মধ্যে ইস্তফাপত্র পাঠিয়ে দেব। একজনও যদি করে দেখাতে পারে!'