ডালবড়া না চপ, তেলেভাজার দোকানে কোনটা ভালো? পুলিসকে খবর রাখতে নির্দেশ মমতার
নিজস্ব প্রতিবেদন: চপের দোকানের খবর রাখতে হবে তো। মুর্শিদাবাদের বহরমপুরে প্রশাসনিক বৈঠকের মাঝে এক পুলিস কর্তাকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকের মাঝে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের পরিচয় দেন জেলার পুলিস কর্তারা। নিজের পরিচয় দেন আইসি মুর্শিদাবাদ। তখনই মমতা জিজ্ঞেস করেন, লালগোলাতে ভালো তেলেভাজার দোকান আছে?
এক পুলিস কর্তা জবাব দেন, থানার কাছে আছে।
ডালের বড়া ভালো পাওয়া যায়? জানতে চান মমতা। উত্তর আসে, চপ ভালো করে। ডালের বড়াও করে।
মমতা তখন বলেন,''চপ কেন ডালের বড়া ভালো করে। আমি কিনি তো যাওয়ার সময়। খবর রাখতে হবে তো।''