ছবি: বাজারে গিয়ে কীভাবে লাইনে দাঁড়াবেন? নিজেই এঁকে বিধি শেখালেন মমতা

Wed, 25 Mar 2020-11:51 pm,

নিজস্ব প্রতিবেদন: করোনা প্রাদুর্ভাবে জারি হয়েছে লকডাউন। এত সতর্কতার পরও দোকানের সামনে ঘেঁষাঘেষি করে দাঁড়িয়ে সাধারণ মানুষ। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে একটি বোর্ডে ছবি এঁকে লাইনে দাঁড়ানোর বিধি দেখালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''বাজারে গিয়ে একটা দূরত্ব রাখবেন। লাইনে ঘেঁষাঘেষি করে দাঁড়াবেন না।''          

এরপরই বোর্ডে আঁকতে শুরু করেন মমতা। দোকানের সামনে অন্তত ২ মিটার দূরত্ব রেখে নির্দিষ্ট সরলরেখায় দাঁড়ানোর নিদান দেন। 

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও বলেছিলেন,''আপনাদের সুবিধার জন্য খোলা রয়েছে দোকান। অনেকে লাইন দিয়ে দাঁড়াচ্ছেন। হাত জোড় করে বলছি, ঘেঁষাঘেষি করে দাঁড়াবেন না। দূরত্ব বজায় রাখুন। কাউকে যেন স্পর্শ না করেন। ''   

এদিন মমতা জানান,''সবজির হোম ডেলিভারি, নিত্যপ্রয়োজনীয় জিনিস জোগান অব্যাহত থাকবে। সবজিওয়ালাকে আটকানো যাবে না।''     

করোনার মোকাবিলায় ২০০ কোটির আপৎকালীন ত্রাণ তহবিল গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা অপ্রতুল। ব্যবসা বন্ধ থাকায় ভাঁড়ারে টান পড়েছে। এদিন সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেছেন মমতা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ৬২৮০০৫৫০১৩৩৯। আইএফএসসি কোড- আইসিআইসি ০০০৬২৮০। এছাড়া লগ করতে পারেন wb.gov.in-এ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link