Loksabha Election 2024: লোকসভা ভোটের দিন ঘোষণা ১৩ মার্চ!
সুতপা সেন: ভোটের দিন ঘোষণা হতে পারে ১৩ মার্চ। এদিন মন্ত্রিসভার বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
আর তাই ভোটের দিন ঘোষণার আগেই সব প্রকল্পের কাজ শেষ করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে মুখ্যমন্ত্রীর আরও নির্দেশ, নতুন কোনও ঘোষণা থাকলে, তা ১২ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে।
আজ মন্ত্রিসভার বৈঠকে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের পর্যালোচনার পাশাপাশি মন্ত্রীদের এই নির্দেশ দেন মমতা।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য়ে ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
বাংলায় অবাধ ও সুষ্ঠু ভোট করতে বদ্ধ পরিকর কমিশন। জেলায় জেলায় 'শাহজাহান'দের ধরার নির্দেশ দেয় কমিশন।