Mamata Banerjee: মুখমন্ত্রীর বাড়ির কালীপুজোয় কী চমক থাকছে এবার?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে আয়োজন করা হয়ে থাকে কালীপুজোর। এবারও তার অন্যথা নয়।
হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে জোরকদমে চলছে কালীপুজোর প্রস্তুতি। মন্ত্রী, সাংসদ, শীর্ষ প্রশাসনিক আমলা থেকে শুরু করে সেলিব্রিটি, খেলোয়াড় প্রায় সবারই সেদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে আনাগোনা লেগে থাকে।
'গৃহকর্ত্রী'র মতই নিজে দাঁড়িয়ে থেকে পুজোর তদারকি করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেদিন আর কোনও প্রশাসনিক ব্যস্ততা নয়।
এবার মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় কী চমক থাকছে? ভোগে কী থাকছে? সেই নিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই।
এবার ভোগে থাকছে খিচুড়ি, লাবড়া, আলু-বেগুনের মতো ৫ রকমের ভাজা। আর চাটনি ও পায়েস। প্রতিবার যেমন হয়, এবারও তেমনই ভোগ নিবেদন করা হবে।
প্রতিবারের মত এবারও নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকরা মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় আসবেন বলে খবর। তাঁদের সঙ্গে সময় কাটান মুখ্যমন্ত্রী।