Mamata Banerjee: প্রকাশ করলেন দলীয় মুখপত্রের পুজোসংখ্যা, উদ্বোধন করলেন পুজোও
বুধবার মহালয়ার দিন নজরুল মঞ্চে তৃণমূলের দলীয় মুখপত্রের উৎসবসংখ্যা প্রকাশিত হল। প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
একই মঞ্চে প্রকাশিত হল গানের একটি অ্যালবামও। নাম 'জননী'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আটটি গান থাকছে এই অ্যালবামে। নারীশক্তির অন্যতম রূপ দেবী দুর্গার আবাহন-লগ্নে এই অ্যালবামের 'থিম' নারীশক্তিই।
গানের কথায় বারবার এসেছে নারীশক্তির কথা। বাংলার মা-বোনেদের আর্থিক ভাবে কিছুটা সাবলম্বী করার জন্য যে প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী করেছেন, গানের কথায় এসেছে সেই বিষয়ও। অ্যালবামের আটটি গানের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং একটি গান গেয়েছেন। অ্যালবামের শুরুতেই মমতা স্বকণ্ঠে দুর্গাস্তোত্র পাঠ করেছেন।
এর পরে মমতা পুজো উদ্বোধন শুরু করেন। প্রথমে যান নাকতলা পুজোর উদ্বোধন।
সেখানে দেবীসমীপে উপস্থিত হয়ে প্রদীপ জ্বালান, ভক্তিভরে প্রণাম করেন তিনি।
সেখানে মুখ্যমন্ত্রীর প্রায় প্রতিটি মুহূর্তই ফ্রেমবন্দি হয়েছে।
মা দুর্গার সঙ্গে এক ফ্রেমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধরতে সদা উদগ্রীব থেকেছেন বিভিন্ন ফোটোগ্রাফাররা। তৈরি হয়েছে বিভিন্ন আবেগঘন মুহূর্ত।
নাকতলার পুজো-চত্বরে স্বাভাবিক ভাবেই মমতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কেও দেখা গিয়েছে।