`বাংলার অভিজিৎ পেল, বউটা পেল, ডবল-ডবল নোবেল`
নিজস্ব প্রতিবেদন : বাংলায় শিক্ষার অগ্রগতি নেই। বাংলা থেকে কেউ বিজ্ঞানী হচ্ছে না। মমতা সরকারকে বিঁধে এমনই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ শিলিগুড়ির জনসভা থেকে নিজের ঢঙে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্যের জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন,"কে বলেছে বাংলা থেকে বিজ্ঞানী হয় না? এই তো অভিজিৎ নোবেল পেল। বউটা নোবেল পেল। ডবল-ডবল নোবেল।"
"বাংলা এখন নোবেলভূমি" বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে এবার অর্থনীতিতে নোবেল পাচ্ছেন এমআইটি-র গবেষক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
অর্থনীতিবিদ স্ত্রী এস্থার ডুফলো ও আরেক অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারের সঙ্গে যুগ্মভাবে নোবেল পেয়েছেন অভিজিৎবাবু।