প্যাকেজ বুঝি না, সবাইকে পছন্দমতো চ্যানেল দেখতে দিন, এমএসও-দের নির্দেশ মমতার
সুতপা সেন: সবাই যাতে পছ্ন্দমতো টিভি চ্যানেল দেখতে পান, তা নিশ্চিত করতে এমএসও-দের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেবল টিভিতে নিজের পছন্দমতো চ্যানেল বেছে নিতে নয়া নিয়ম চালু করেছে চ্যানেল। নয়া নিয়ম অনুযায়ী, পছন্দমতো চ্যানেলের জন্য দাম মেটাবেন গ্রাহকরা। তার বাইরে বিনামূল্যের চ্যানেল দেখা যাবে।
শুক্রবার নবান্নে এমএসও-দের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই ওই ব্যবস্থা নিয়ে মমতা বলেন, এটা আবার কি প্যাকেজ নিতে হবে! মানুষ যা চান, সেটাই যাতে দেখতে পান, সেই ব্যবস্থা করুন।
এর পাশাপাশি লাইসেন্সবিহীন চ্যানেল নিয়েও আপত্তি তোলেন মমতা। তাঁর নির্দেশ, বিভিন্ন জায়গায় চলছে লাইসেন্সবিহীন চ্যানেল। দ্রুত সেগুলিকে বন্ধ করতে হবে।