`উন্নয়ন দেওয়াটাই মানবিক মুখ`, জি ২০ প্রস্তুতি বৈঠকে বললেন মমতা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল জি২০ প্রস্তুতি বৈঠক। ৩ দিন ব্যাপী বৈঠক।
বৈঠকে উপস্থিত জি২০ গোষ্ঠীভুক্ত দেশের প্রতিনিধিরা। এদিন সেই প্রস্তুতি বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় উন্নয়নের পক্ষে সওয়াল করেন।
মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার মানুষের উন্নয়নে বিশ্বাস করে। রাজ্যে বেকারত্ব, দারিদ্র্য কমেছে।
বলেন, রাজ্য়ে ১ কোটি ২০ লাখ কর্মসংস্থান তৈরি করেছে সরকার। বাংলার জিডিপি বাড়িয়েছে।
পাশাপাশি, বাংলায় সব ধর্মের সমন্বয় রয়েছে। জাতপাত বা ভাষা এখানে কোনও বিভেদ তৈরি করতে পারেনি।
মমতা বলেন, রাজ্যের মহিলা, কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের মাধ্যমেই রাজ্যের প্রকৃত উন্নতি ঘটেছে। তাঁর সরকার নিয়ে এসেছে 'দুয়ারে সরকার'-এর মত প্রকল্প।
যার মাধ্যমে মানুষ খুব সহজেই সরকারি প্রকল্পগুলোতে নাম লেখাতে পারছে। এমনকি দুয়ারে সরকার প্রথম পুরস্কারও জিতে নিয়েছে।