ওদের নেতা জয় শ্রী রাম, আমাদের নেতা দুর্গা: মমতা
কমলিকা সেনগুপ্ত: নির্বাচনের আগে রাম মন্দির নিয়ে ফের হাওয়া গরম করেছে গেরুয়া শিবির। রবিবার অযোধ্যায় ধর্মসভা করেছে ভিএইচপি। নাগপুর থেকে সরসঙ্ঘচালক মোহন ভাগবত জানিয়েছেন, সুপ্রিম কোর্ট যখন রাম মন্দির অগ্রাধিকার দিচ্ছে না, তখন আইন আনতে হবে কেন্দ্রীয় সরকারকে। কীভাবে সেটা হবে, তা সরকারকেই ঠিক করতে হবে। অমিত শাহ আবার জানিয়ে দিয়েছেন, অধ্যাদেশ আসছে না, তবে মন্দির হবেই। এনিয়ে মুখ খুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, রাম মন্দির মামলা আটকে রেখেছে কংগ্রেস। বিচারপতিদের হুমকি দিয়েছে।
বিজেপি যখন রাম নাম করছে, তখনই জামবনির সভা থেকে গেরুয়া শিবিরকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''ওদের নেতা জয় শ্রী রাম। আমাদের নেতা মা দুর্গা। দেবতাকে বিক্রি করে খাই না। ওরা বিক্রি করে খায়''।
এমনকি বিজেপি রামের নয়, আসলে রাবণের পুজো করে বলেও দাবি করলেন মমতা। তাঁর কটাক্ষ, ওরা রামের পুজো করে না। ওটা লোক দেখানো। ওটা দাঙ্গা লাগানো। ওটা অপপ্রচার করানো। ওটা আগুন জ্বালানো। ওটা বিভেদের রাজনীতি।
শুধু তাই নয়, বিজেপির বিভেদের রাজনীতির ফাঁদে পা না দিতেও আবেদন করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ''ওরা সকালে বাম থেকে রাম, আবার রাতে ব্যুমেরাং''।