মমতার সঙ্গে কথা বলার ‘সুযোগ’ এসে গেল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে, ছবি টুইট করলেন রাজ্যপাল
রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের সংঘাত এখন রাজ্য রাজনীতির অঙ্গ। বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের সঙ্গে সংঘাতে গিয়েছে তৃণমূলের বিভিন্ন নেতা। কিন্তু প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে একেবারে অন্য মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনখড়কে।
রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মমতাকে দেখে বেশ খুশি দেখাল রাজ্যপালকে। দুজনের একসঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেল। যা একেবারে বিরলই বলা যায়।
সেইসব ছবি টুইট করে রাজ্যপাল লিখেছেন, প্যারেডের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সুযোগ এসে গেল।
প্যারেড অনুষ্ঠানে মমতার সঙ্গে বেশকিছু ছবি টুইট করেছেন ধনখড়।
অন্যদিকে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, সংবিধান যে ঐক্য ও সার্বভৌমত্যের কথা বলে তা রক্ষা করার দায়িত্ব সবার।