CAA বিরোধিতায় ফের রাস্তায় মমতা, রাজ্যপালকে `ন্যাকা ও বেঁকা` বলে কটাক্ষ
নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ফের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। সিমলা স্ট্রিট থেকে আজ মিছিল শুরু করেন তৃণমূল নেত্রী। বেলেঘাট গান্ধীভবন পর্যন্ত আজ পদযাত্রা করবেন তিনি।
মমতা বলেন,"সারা ভারতবর্ষে জুড়ে লোকে নেমে পড়েছে এই আন্দোলনে। বিজেপি এটা হিন্দু-মুসলমান করতে চাইছে। আমরা হিন্দুস্থানের আন্দোলন করতে চাইছি। ভারত ও বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে। করতে দেব না। "
তোপ দাগেন,"সিএএ নিয়ে ওদের স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলছে, আর প্রধানমন্ত্রী আরেক কথা বলছে।"
বলেন, "আমরা উত্তরপ্রদেশে প্রতিনিধি দল পাঠালাম। দেখ গণতন্ত্র, আমাদের ঢুকতে দিলি না! তোরা প্লেনে করে এলি, হাঁটতে পারে না তাই গাড়ি করে মিটিং করে গেলি।"
একইসঙ্গে আজ রাজ্যপালকেও একহাত নেন তৃণমূল নেত্রী। রাজ্যপালকে 'ন্যাকা ও বেঁকা' বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আরও বলেন, "একজন আছে খালি বলে রাজ্যে সব ঠিক নেই।"