আশ্বস্ত হও, অনশনের ২৮দিনে এসএসসি চাকরিপ্রার্থীদের মাঝে মমতা

Wed, 27 Mar 2019-6:22 pm,

লোকসভা ভোটের আগে এসএসসি-র অনশনকারীদের মাঝে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মমতা আশ্বাস দেন, তাঁর উপরে ভরসা রাখুন চাকরিপ্রার্থীরা। 

সরকারি চাকরির দাবিতে অনশন করছেন প্রায় ৩৫০জন এসএসসি-র চাকরিপ্রার্থী। আজ তাঁদের অনশন ২৮ দিনে পড়ল।     

 

বুধবার তৃণমূলের ইস্তাহার প্রকাশ করার পর কলকাতায় এসএসসি-র অনশনকারীদের মাঝে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, দাবি খতিয়ে দেখতে ১০ জনের একটি কমিটি তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই পাঁচজনের কমিটি তৈরি করা হয়েছে। অনশনকারীদের মধ্যে থেকে আরও ৩জনকে যুক্ত করা হবে। 

লোকসভা ভোটের আগে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হওয়ার কারণে কোনও প্রতিশ্রুতি দিতে চাননি মমতা। বলেন,''আমাকে দেখে আশ্বস্ত হও, বোঝার চেষ্টা কর। তোমাদের কিছু বলতে চাই না, বিধিনিষেধ রয়েছে''। 

 

মুখ্যমন্ত্রী বলার সময়ে কাঁদতে কাঁদতে তাঁর পা জড়িয়ে ধরেন অনশনকারীরা। মমতা বলেন,''নির্বাচন রয়েছে, তাই বলতে পারছি না। আমি যখন এসেছি, তখন আশ্বস্ত হও''।

মমতা আরও বলেন, ''আমাদের মাথায় আছে। পদ্ধতির মধ্যে হতে হবে। কতগুলি আইন আছে। কিছু কিছু আইন পরিবর্তন করতে হবে''।  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link