Mamata Banerjee in Puri: পুরীতে মুখ্যমন্ত্রী, জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মমতা....
সুতপা সেন: পুরীতে মুখ্যমন্ত্রী। আর পাঁচজন সাধারণ ভক্তের মতোই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে জগন্নাথ মন্দিরে গেলেন মমতা। পুজোও দিলেন। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
৩ দিনের সফরে ওড়িশায় মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করবেন তিনি। ২০২৪-র যেমন লোকসভা ভোট, তেমনই বিধানসভা নির্বাচন রয়েছে ওড়িশায়।
রাতে ভুবনেশ্বরে ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে ভুবনেশ্বর থেকে সড়়কপথে পুরীতে যান তিনি।
বাঙালির অবসর যাপনের প্রিয় ঠিকানা পুরী। প্রতি বছর জগন্নাথ দর্শন করতে পড়শি রাজ্যে যান প্রচুর পর্যটক। সঙ্গে সমুদ্রস্নানও। দিল্লির বঙ্গভবনের ধাঁচে পুরীতে গেস্ট তৈরি করবে রাজ্য সরকার।
পুরীতে পৌঁছতেই প্রথমে গেস্ট হাউসের জন্য জমি পরিদর্শন করতে যান মু্খ্যমন্ত্রী। কোথায়? স্থানীয় বালিয়াপন্ডা এলাকা। মমতার সঙ্গে ছিলেন ওড়িশার সরকারি প্রতিনিধিরাও।
মুখ্য়মন্ত্রী বলেন, 'জায়গাটা আমার পছন্দ হয়েছে। কাল নবীনজির সঙ্গে দেখা করব। আমি কথা বলে নেব। উনি সিদ্ধান্ত নেবেন'।
পরবর্তী গন্তব্য ছিল জগন্নাথ মন্দির। কিন্তু গাড়ি নিয়ে মন্দিরের কাছে যাাওয়ার নিয়ম নেই। সেকারণেই অনেকটা পথ হেঁটে যেতে হয় মমতাকে। পুরীর মন্দিরে পুজো দেন তিনি।